ইটাহার: ডালে ঘুরে বেরাচ্ছে পোকা, নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভে চাঞ্চল্য ছড়াল ইটাহারের কাশিবাড়ি অঙ্গণওয়াড়ি সেন্টারে
অঙ্গণওয়াড়ি সেন্টারের ডালে ঘুরে বেরাচ্ছে পোকা, এমনকি শিশুদের জন্য রান্নাও করা হয়েছে সেই নিম্নমানের ডালের খুচুরি। কিভাবে গবাদিপশুদের খাওয়ার অযোগ্য ডালের খিচুরি দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুদের মিডডেমিলে, প্রশ্ন তুলেছেন অবিভাবকরা। বারবার সেন্টারের কর্মীকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই বুধবার সেন্টারের কর্মী ও সহায়িকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন সকলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইটাহারের কাশিবাড়ি অঙ্গণওয়াড়ি সেন্টারে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন CDPO।