বরাবাজার: হেরবনা সুস্বাস্থ্য কেন্দ্রে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে এক নতুন দিক ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র, বরাবাজার ব্লকের অন্তর্গত হেরবনা সুস্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার দুপুরে এই ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থার গাড়ির শুভ উদ্বোধন করেন, বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা, এদিন উদ্বোধন মুহূর্তে উপস্থিত ছিলেন বরাবাজার ব্লক ও স্বাস্থ্য আধিকারিক শুভাশিস মুদি, লটপদা গ্রাম পঞ্চায়েত প্রধান গদাধর মাহাতো, সহ এলাকার অন্যান্য মানুষজন।