হুগলী গ্রামীণ জেলা পুলিশের জাঙ্গিপাড়া থানার উদ্যোগে এক মানবিক ঘটনার সাক্ষী রইল অন্তপুর বাজার। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই বাজারের আশেপাশে এক বিভ্রান্ত বৃদ্ধকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের নজরে পড়েন শেখ হোসেন আলি (৬২) যিনি রামনগর গ্রামের বাসিন্দা, পিএস–তারকেশ্বর, জেলা–হুগলি। পরে জানা যায়, তিনি গত ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। ঠিক সেই সময় মানবিকতার হাত বাড়িয়ে দেন জাঙ্গিপাড়া থানার আরটি মোবাইল অফিসার এএসআই রাজীব বন্দ্যোপাধ্যায়