বরাবাজার: রাস্তা মেরামত প্রসঙ্গে বিজেপি ও কংগ্রেস নেতার শাসক দলকে কটাক্ষ, বামু সাধুআশ্রম মোড়ে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতার
গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করেছে গাড়াসাগমা গ্রামে, সেই প্রসঙ্গে জাতীয় কংগ্রেস এবং বিজেপি নেতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষের কাজ না করে নিজেরা গাড়ি বাড়ি করেছে এমনই মন্তব্য করেছে , সেই খবর পাবলিক অ্যাপে প্রকাশিত হয়েছে গতকাল। সেই বিষয়ে শনিবার দুপুরে বামু সাধু আশ্রম মোড় থেকে পাল্টা প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের ভাগাবাঁধ অঞ্চল কমিটির সভাপতি যুধিষ্ঠির সহিস।