চাপড়া: গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার চাপরা থানার পুলিশের, পলাতক দোকান মালিক
Chapra, Nadia | Sep 30, 2025 চাপরা থানা সূত্রে জানা যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে চাপরা থানার পুলিশ সোমবার রাতে রানা বন্ধ ঘোষপাড়া বারোয়ারি দূর্গা মন্ডপের সামনে একটি অস্থায়ী দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করে প্রায় পাঁচ কেজি ১০০ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের বাজি সেখানে মজুদ ছিল। পুলিশ জানিয়েছে দোকান মালিকের নাম সীতানাথ পাল বৈধ লাইসেন্স ছাড়াই সরকারি নিয়ম অমান্য করে বাজিগুলি মজুদ করেছিলেন তিনি। ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।