ডোমকল: জুগিন্দা মালোপাড়া গ্রামে বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলো বাইক আরোহী
বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলো বাইক আরোহী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ এর ডোমকল থানার জুগিন্দা মালোপাড়া গ্রামে , আহত ওই বাইক আরোহীর নাম আমজাদ মন্ডল ,স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ মন্ডল একটি বাইকে করে যাচ্ছিলেন, সেই সময় তাঁর বাইকের সঙ্গে একটি টোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। । সংঘর্ষের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই আহত হন। সঙ্গে সঙ্গে তাকে ডোমকল মহাকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য