বান্দোয়ান: সরকারিবাস ও মোটর বাইকের ধাক্কায় আহত এক যুবক
সরকারিবাস ও মোটর বাইকের ধাক্কায় আহত এক যুবক। সোমবার বান্দোয়ানের কুইলাপাল পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় ঘটনা। আহত যুবকে পুলিশের গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় চিরুডি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আহত যুবকের বাড়ি রানিবাঁধের ঝিলিমিলি এলাকায়।