বাঘমুণ্ডী: ফরওয়ার্ড ব্লক নেতা বসন্ত মুখার্জির স্মরণসভা আয়োজিত হলো সারজমহাতু গ্রামে
ফরওয়ার্ড ব্লক নেতা বসন্ত মুখার্জির স্মরণসভা আয়োজিত হলো সারজমহাতু গ্রামে। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ বাগমুন্ডির সারজমহাতু গ্রামে প্রাক্তন প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা বসন্ত মুখার্জির ৩৪ তম স্বরণসভা অনুষ্ঠিত হলো। প্রয়াত নেতার আবক্ষ মূর্তি তে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলন, তার বীরত্ব গাথা জীবন সংগ্ৰাম তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য জয়সিং মাহাতো সহ গোপাল মাহাত, গঙ্গারাম রজক, পদ্মলোচন সিং মুড়া, জগবন্ধু কুমার প্রমূখ।