বাসন্তী: বাসন্তীর সংযোগকারী সেতু মাতলা ব্রীজে অন্ধকার,জ্বলছে না আলো।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের প্রবেশদ্বার বাসন্তীর সংযোগকারী সেতু মাতলা ব্রীজ গত কয়েক দিন ধরে অন্ধকারে রয়েছে অন্ধকারে থাকার ফলে অসুবিধায় পড়েছেন গাড়িচালক সহ পথ চলতে মানুষজন ।পাশাপাশি মানুষের মনে ভয়ের আশঙ্কা রয়েছে ছিনতাই বাজ দের নিয়ে শনিবার রাত ৯ টা নাগাদ পাবলিক অ্যাপ ক্যামেরায় ধরা পড়ে ব্রীজের অন্ধকারে চিত্র আর সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপের মাধ্যমে।