বাঘমুণ্ডী: দুয়ারসিনী তে বাবা নাম কেবলম অনুষ্ঠান আয়োজিত হলো
দুয়ারসিনী তে বাবা নাম কেবলম অনুষ্ঠান আয়োজিত হলো। বাগমুন্ডি থানা এলাকার দুয়ারসিনি এলাকার একটি স্কুলে আনন্দমার্গের বাবা নাম কেবলম অনুষ্ঠান আয়োজিত হলো। আনন্দমার্গ শিক্ষা, স্বাস্থ্য, এছাড়াও আধ্যাত্মিক বিষয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম নিরন্তর চালিয়ে চলেছেন। সেই মতো বুধবার বিকাল চারটা নাগাদ স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাবা নাম কেবলম অনুষ্ঠান আয়োজিত হলো। বিশেষ করে আনন্দমার্গের সদস্যরা যোগ দেয় এই কীর্তনে।