মহিষাদল: মহিষাদল বাড় অমৃতবেড়িয়া গ্রামে রূপনারয়ন নদীর বাঁধ মেরামতির কাজ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক
মহিষাদল বাড় অমৃতবেড়িয়া গ্রামে রূপনারয়ন নদীর বাঁধ মেরামতির কাজ খুঁজে দেখতে এলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা শাসক। গত বৃহস্পতিবার রাতে প্রায় ১০০ ফুট বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণ নদীর বাঁধের ধস নেমে নদীগর্ভে চলে যায়। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। যুদ্ধ কালিন তৎপরতায় সারারাত ধরে নদীর বাধ মেরা মতির কাজ চলে সেই বাঁধের কাজ খতিয়ে দেখতে শুক্রবার দুপুর ১.৩০ নাগাদ উপস্থিত হয়েছিলেন জেলাশাসক।