শীতলকুচি: শীতলকুচি পুজো মন্ডপ দর্শনে এলেন এন বি এস টি সির চেয়ারম্যান
সোমবার শীতলকুচি ব্লকের বড়মরিচা বাজার ,শীতলকুচি বাজারের ব্যবসায়ী সমিতির পূজা মন্ডপ গুলি দর্শন করলেন এন বি এস টি সির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন তিনি প্রথমে বড় মরিচা বাজারের প্রাচীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন এবং এরপর শীতলকুচি বাজারের থানাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করে চলে যান। তিনি জানান গোটা দিন শীতলকুচির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করবেন। এই পূজা মন্ডপ পরিদর্শনে শীতলকুচিতে তার সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ।