শান্তিরবাজার: ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে বীরচন্দ্র মনুতে কনভেনশন সংগঠিত করা হয়,যুবদের অংশগ্রহণ ছিলো প্রচুর
ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে বীরচন্দ্র মনুতে কনভেনশন সংগঠিত করা হয়,যুবদের অংশগ্রহণ ছিলো প্রচুর।২৩ শে সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় পতাকা উত্তোলন, শহীদবেদীতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় কনভেনশন কনভেনশনে যুবক যুবতিদের কর্মসংস্থান বিষয়ে আলোচনা করেন বামপন্থী যুব ফেডারেশন নেতৃত্বরা।