বরজোড়া: ভৈরবডাঙ্গা নদীর ব্রিজ ভেঙ্গে পড়ায় স্কুলের ছাত্রছাত্রী দের স্পীড বোট এর সাহায্যে নদী পারাপার করে দিলেন বিধায়ক
বেশ কিছুদিন আগেই বৃন্দাবন পুর অঞ্চলের ভৈরব ডাঙ্গা নদীর ব্রিজ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কিছু গ্রামের।সেই সমস্যায় পড়েছেন স্কুলের ছাত্র ছাত্রী রা। বিপর্যয় মোকাবিলা সাথে হাতে হাত মিলিয়ে স্পীড বোর্টের সাহায্যে নদী পারাপার করে দিলেন বড় জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী ও বড় জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস মুখোপাধ্যায়