এস আই আর এর বিরোধিতায় ঠাকুরনগরের তৃণমূলের মিছিল এস আই আর এর বিরোধিতায় উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা ঠাকুরনগরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। এদিন ঠাকুরনগর রেল পাকিং থেকে মিছিল শুরু হয়, গাতি মোড়ে এসে মিছিল শেষ হয়। এদিনের এই মিছিল হাটেন, দেবাংশু ভট্টাচার্য, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ একাধিক স্থানীয় নেতা নেত্রীরা।