জয়নগর ১: দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথের পথবাতি ছাড়াই এর কাজ সম্পন্ন হল
আজকে দক্ষিণ বারাসাত অঞ্চলের ১৪ নম্বর বুথে সকল স্ট্রীট লাইট সারানোর সঙ্গে দক্ষিণ বারাসাত কালীবাড়ির পাশে লাইটটি ঠিক করে দেয়া হলো ।দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েত কে এই কাজের জন্য ধন্যবাদ জানান এলাকার মানুষ।