পুরুলিয়া জেলায় রক্তের সংকট দূরীকরণে সোনাথলী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোনাথলীতে। রবিবার দুপুর প্রায় ১ টা নাগাদ অনুষ্ঠিত হওয়া যে রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া। জানা যায় এদিনের এই রক্তদান শিবিরে মোট ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুলিয়া জেলায় রক্তের সংকট দূরীকরনের লক্ষ্যে মূলত এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা।