তেলিয়ামুড়া: দক্ষিন ঘিলাতলি সত্যগুরু পাড়ার রাধারমন মোহন্ত সেবাশ্রমে বাৎসরিক উৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন বিধায়ক
বৃহস্পতিবার রাত 7 টা 30 মিনিট নাগাদ দক্ষিণ ঘিলাতলি সত্যগুরু পাড়ার রাধারমন মোহন্ত সেবাশ্রমে বাৎসরিক উৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি ভক্তবৃন্দদের সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করেন।