ভগবানগোলা ২: রানিতলায় দাপুটে অভিযান কুকারপাড়ার ‘গাঁজা সাম্রাজ্য’ ভেঙে চুরমার, পুলিশের হাতে ধ্বংস হাজার হাজার গাছ
রানিতলা থানা আবারও প্রমাণ করল— বেআইনি কাজের বিরুদ্ধে তারা আপোষহীন। সোমবার ভোর থেকে দুপুর অবধি কুকারপাড়া গ্রাম সাক্ষী থাকল এক সিনেম্যাটিক অভিযান। গোপন সূত্রে খবর আসে, গ্রামে ঘরের ভেতরেই গোপনে গাঁজা চাষ করে বহু পরিবার বিপুল মুনাফা তুলছে। খবর পেয়ে মুহূর্তে প্রস্তুত হয় পুলিশ বাহিনী। রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ মহাশয়ের নেতৃত্বে এবং পি এস আই মানুষ মন্ডল মহাশয়ের নিখুঁত তত্ত্বাবধানে বিশাল পুলিশবাহিনী গ্রামে ঢোকার পরই শুরু হয় চিরুনি তল্লাশি।