মিনাখাঁ: নিষিদ্ধ শব্দবাজি সহ চৈতল এলাকা থেকে এক যুবককে আটক করল মিনাখা থানার পুলিশ
নিষিদ্ধ শব্দবাজি সহ চৈতল এলাকা থেকে এক যুবককে সোমবার বিকেল চারটে নাগাদ আটক করল মিনাখা থানার পুলিশ কালীপুজোর দিন বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে শব্দবাজি ফাটানো হয়। আর এই শব্দবাজি ফাটানোর ফলে ব্যাপকভাবে পরিবেশ দূষণ হয়। পরিবেশ কে বাঁচাতে করা পদক্ষেপ গ্রহণ করেছে মিনাখা থানার পুলিশ। কালীপুজোর দিনে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চৈতল এলাকা থেকে সঞ্জয় দাস নামে এক যুবককে আটক করেছে মিনাখা থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চার কিলো নিষিদ্ধ শব্দবা