বর্ধমান ১: প্রশাসন অনুমতি না দিলেও হাইকোর্টের নির্দেশে বর্ধমানে হবে শুভেন্দুর মিছিল,কি বলেন বর্ধমান জেলা BJP-র সভাপতি
সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা জানিয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্ধমান শহরে একটি প্রতিবাদ মিছিল এবং একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। এব্যাপারে জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলাম। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কোনো অনুমতি দেওয়া হয়নি। এরপরই তাঁরা এই আবেদনের জন্য হাইকোর্টে আপিল করেন। সোমবার হাইকোর্ট এব্যাপারে অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন জেলা সভাপতি