লাভপুর: লাভপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকেই বিধায়ক সহ অন্যান্যরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন
Labpur, Birbhum | Oct 31, 2025 আজ লাভপুর ব্লক তৃণমূল- কংগ্রেস কার্যালয়ে লাভপুর বিধানসভার সমস্ত অঞ্চলের নেতৃত্বদের সঙ্গে ভোটার তালিকা সংশোধন বিষয়ক বাংলার ভোট রক্ষা BLA-2 প্রশিক্ষণ শিবির সহ SIR নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।ওই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কে সামনে রেখে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে অভিষেক বন্দোপাধ্যায় বিশেষ আলোচনা করেন। এদিন লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকেই ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা তৃণমূলের সহ।