চাপড়া: হাতিশালা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বাংলার ভোট রোক্ষা শিবির, উপস্থিত জেলা নেতৃত্ব
Chapra, Nadia | Nov 17, 2025 চাপড়া বিধানসভার হাতিশালা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাতিশালার নয় নম্বর ওয়ার্ডে বাংলার ভোট রক্ষা শিবির এবং এসআইআর সহায়তা কেন্দ্র করা হলো। রাত পর্যন্ত চলল ফর্ম ফিলাপের কাজ। উপস্থিত ছিলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুশের সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস সহ পঞ্চায়েত প্রধান রূপচাঁদ শেখ ও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার আনুমানিক রাত নটা নাগাদ সেই ছবি উঠে এলো।