কোচবিহার ১: রাজ ঐতিহ্যমেনে রাত সাড়ে আটটায় শুরু হবে রাজা আমলের বড় তারার পুজোর।
রাজ ঐতিহ্য মেনে আজ রাত সাড়ে আটটায় মদন বাড়ির কাঠামিয়া মন্দিরে শুরু হবে বড় তারার পুজো। তার আগেই বিকেল চারটা নাগাদ সোনার অলংকার দিয়ে সাজিয়ে তোলা হবে বড় তারা কে। রাজ আমল থেকেই শোল মাছ বলি হয়ে আসছে। সেই মাছি ভোগে ব্যবহার করা হবে