চুঁচুড়া-মগরা: চুঁচুড়ার হৃদয়ে থেকে গেলেন এসডিও স্মিতা সান্যাল শুক্লা — বিদায়ের দিনে চোখ ভেজালেন সকলে
চুঁচুড়ার হৃদয়ে থেকে গেলেন এসডিও স্মিতা সান্যাল শুক্লা — বিদায়ের দিনে চোখ ভেজালেন সকলে ।কর্মক্ষেত্রে স্থানান্তর বা রদবদল নিছকই এক প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু কিছু মানুষ থাকেন, যারা প্রশাসনিক পদমর্যাদার গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন। তেমনই এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব চুঁচুড়ার প্রাক্তন সদর মহকুমা শাসক (এসডিও) শ্রীমতী স্মিতা সান্যাল শুক্লা। চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের সঙ্গে তার যোগাযোগ ছিল মাত্র দু’বছরের কাছাকাছি সময়ের।