রামপুরহাট ২: চাঁদপাড়া পেরঙ্গাতে মর্মান্তিক বাইক দুর্ঘটনা
রবিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ রামপুরহাট ২ নম্বর ব্লকের চাঁদপাড়া–পেরঙ্গা রাস্তায় ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে বাইক চালানোর সময় রাস্তায় ডাস্ট পড়ে থাকায় স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন এক বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় তাকে তৎক্ষণাৎ মারগ্রাম থানার সিভিক ভলেন্টিয়াররা উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।