ব্রিগেডে ময়দানে আজ অর্থাৎ রবিবার ছিল গীতা পাঠ আর সেই গীতা পাঠ উপলক্ষে এদিন রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত ভায়া আহমদপুর কাটোয়া হয়ে দেওয়া হয়েছিল গীতা স্পেশাল ট্রেন। সেই মতো ট্রেন টি সফলভাবেই যাত্রা শুরু ও শেষ করে।তবে একদিনের এই ট্রেনকে ঘিরে লাভপুরের বাসিন্দাদের কাছে উৎসাহ ছিলো চড়মে। এদিন রাত্রি নাগাদ সেই ট্রেন লাভপুর স্টেশনে আসতেই শেষ বারের মতো লোকো পাইলট কে স্বাগত জানান লাভপুরের বাসিন্দারা।লাভপুরের স্থানীয় বাসিন্দা ও আহমদপুর কাটোয়া রেলওয়ে।