জলপাইগুড়ি: অমানবিক নির্যাতনের শিকার অসুস্থ ঘোড়া উদ্ধার — মানবিকতার নজির জলপাইগুড়িতে
অমানবিক নির্যাতনের শিকার অসুস্থ ঘোড়া উদ্ধার — মানবিকতার নজির জলপাইগুড়িতে।জলপাইগুড়ির আসাম মোড়ের কাছে জাতীয় সড়কের ধারে মঙ্গলবার রাতে নজরে পড়ে এক হৃদয়বিদারক দৃশ্য। অসুস্থ ও অতি ক্ষীণকায় এক ঘোড়াকে নির্মমভাবে মারধর করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে এগিয়ে আসতেই পরিস্থিতি জটিল বুঝে ঘোড়াটিকে ফেলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশুপ্