বারাবনী: আসানসোল DRM কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন DRM বিনীতা শ্রীবাস্তব
আসানসোল DRM কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন DRM বিনীতা শ্রীবাস্তব আগত ছট পুজোর উপলক্ষে ভারতীয় রেলের তরফে দেশের বিভিন্ন রাজ্যে মোট ১২০০০হাজার স্পেশাল ট্রেন চালানো হবে তার মধ্যে রাজ্যের আসানসোল রেল মন্ডলের অধীন ৪২টি স্পেশাল ট্রেন চালানো হবে তারমধ্যে ৬টি ট্রেন আসানসোল থেকে ছাড়বে বলে আজ দুপুর ১টায় সাংবাদিক সম্মেলন করে জানান আসানসোল DRM বিনীতা শ্রীবাস্তব