ধৃতের নাম প্রশান্ত রায় ওরফে প্রসেন। খণ্ডঘোষ থানার শাঁকারি গ্রামে তার বাড়ি। সোমবার ভোরে খণ্ডঘোষ থানারই উলকুণ্ডা গ্রামে তার কাকার বাড়ি থেকে প্রসেনকে গ্রেপ্তার করা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিশের দাবি। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরির মালপত্র উদ্ধার করতে ধৃতকে পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের তিনদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।