খয়রাশোল: টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু যুবকের, স্তব্ধ কদমডাঙ্গা গ্রাম
টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার কদমডাঙ্গা গ্রামে। মৃত যুবকের নাম কুশ মন্ডল (বয়স আনুমানিক ৩০ বছর)। পেশায় তিনি টোটো চালক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কুশবাবু নিজের টোটোর ব্যাটারি চার্জে বসাচ্ছিলেন। হঠাৎই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। শনিবার সাড়ে তিনটা নাগাদ দেহ ফেরার পর কদমডাঙ্গা গ্রামে নেমে আসে শোকের ছায়া।