কাঁথি ৩: BJP চক্রান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান আজ ছোট নলঘরিয়ায় জানানINTTUC রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ
পূর্ব মেদিনীপুর জেলায় ছোট নলঘরিয়ায় তৃণমূলকংগ্রেসের বিজয়া সম্মেলনে এসে INTTUC রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ বলেন BJP বাংলার বিরুদ্ধে যে চক্রান্ত করেছে সেই চক্রান্তের বিরুদ্ধে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। এই আহবান জানিয়েছেন।