চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা এলাকায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম রাবেতায়ে মাদারিসে আরাবিয়ার তত্ত্বাবধানে কোরআন পাঠের প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার। জানা গিয়েছে এই দিন চল্লিশটি মাদ্রাসা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। জানা গিয়েছে এই প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়, তৃতীয়,চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকারকারীকে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে।