মথুরাপুর ২: রায়দিঘির প্রিয়াঙ্কা নামক একটি টলারের মৎস্যজীবীদের জালে ধরা পরল ৫০ টি নড়েভোলা মাছ
৫০ টি নড়েভোলা মাছ নিয়ে রায়দিঘি ঘাটে আসল একটি ট্রলার। আর তারপরেই খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মনে। জানা গিয়েছে প্রিয়ঙ্কা নামক একটি টলারের মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে এই নড়েভোলা মাছগুলি । এক একটির ওজন প্রায় ১০ থেকে ১২ কেজি। এই অনুযায়ী মাছগুলির দাম দাঁড়াবে কয়েক লক্ষ টাকা। আগে এমন মাছ ধরেনি এই মৎস্যজীবীরা। ফলে এই মাছ দেখতে প্রচুর ভিড় জমে যায়। বর্তমানে মাছগুলি নিলাম করার জন্য ডায়মন্ড হারবারে পাঠানো হচ্ছে।