গোপীবল্লভপুর ১: শালগেড়িয়া গ্রামে বিষ খেয়ে মৃত্যু হওয়া যুবকের দেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠাল গোপীবল্লভপুর থানার পুলিশ
গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল এক বিষ খাওয়া রোগীর। ঘটনার পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাল গোপীবল্লভপুর থানার পুলিশ। জানা গিয়েছে,নিহত ব্যক্তির নাম লালমোহন মুর্মু,বয়স ১৭ বছর, বাড়ি গোপীবল্লভপুরের শালগেড়িয়া গ্রামে। জানা গিয়েছে জমিতে প্রয়োগ করার কিটনাশক খেয়ে ওই যুবক গত সোমবার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন।