দেখে চিনতে পারবেন না এটি রাস্তা না নিকাশিনালা। ট্রাক্টর চলাচল করে গ্রামে ঢোকার মুখে রাস্তায় তৈরি হয়েছে এক কোমড় গর্ত। ঘটনা ইটাহারের দশমথ পশ্চিম পাড়া এলাকায়। কেউ অসুস্থ হলে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষরা যাতায়াত করেন অবশিষ্ট এক ফুট চওড়া রাস্তা ও অন্যের বাড়ির উঠোন দিয়ে। অভিযোগ, প্রশাসন গর্ত বন্ধ করে রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না, ফলে দুর্দশা কোনোভাবেই মিটছে না দশমথ সহ ছিলিমপুর গ্রামের বাসিন্দাদের। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি সকলের।