আমবাসা: বৃষ্টিতে ভেঙে পড়ে গেল আমবাসা পৌর পরিষদ ও আমবাসা পূর্ত দপ্তরের উদ্যোগে লাগানো দূর্গা পূজা উপলক্ষে ফ্লেক্স এর গেইট
সামান্য বৃষ্টিতে ভেঙে পড়ে গেল আমবাসা পৌর পরিষদ ও আমবাসা পূর্ত দপ্তরের ফ্লেক্স এর গেইট। গতকাল রাত বারোটায় ভেঙে পড়ে ফ্লেক্সের এই গেইট। এক লক্ষ টাকার গেইট ভেঙ্গে পড়ায় জনগণে ব্যাপক কৌতূহল জমে। দুর্গাপূজা উপলক্ষে লাগানো হয়েছিল এই গেইট।