আলিপুরদুয়ার ২: শেষবারের মতো দেখার জন্য জনতার ভিড় উপচে পড়লো পশ্চিম চেপানী এলাকায়
পশ্চিম চেপানি জামালপুর পাড়া এলাকার বাসিন্দা সুবোধ দেবনাথের মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে আসা হলো শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ। মুষলধারে বৃষ্টির মধ্যে মৃতদেহ নিয়ে আসা হয়েছে। জানা গেছে শুক্রবার বিকেলে গাছের ডাল কাটতে গিয়ে তিনি গুরুতর জখম হলে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। এ পরেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়।