খোয়াই: খোয়াই কংগ্রেস ভবনে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন
Khowai, Khowai | Sep 15, 2025 আজ খোয়াই কংগ্রেস ভবনে তেলিয়ামুড়া জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সবিতা জমাতিয়া-র নেতৃত্বে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন ব্লক কংগ্রেস সভাপতি শ্রী প্রদ্যোৎ বিশ্বাস, মহিলা কংগ্রেসের পতাকা উত্তোলন করেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সবিতা জমাতিয়া।