আজ বুধবার দুপুরে কলকাতার সল্টলেকে আইপ্যাক এর দপ্তরে হানা দেয় ইডি। এই ঘটনার প্রতিবাদ জানানো হয় রাজ্যজুড়ে তৃণমূলের তরফে। প্রতিবাদ জানানো হলো সালবনি তেও। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ অন্যান্যরা।