বড়ঞা: বিধায়কহীন বড়ঞায় ঐক্যের বার্তা! বিজয়া সম্মেলনী ঘিরে জোর প্রস্তুতি তৃণমূলের
বিধায়ক হীন বড়ঞায় বিজয়া সম্মেলনী ঘিরে জোর প্রস্তুতি !মুর্শিদাবাদ জেলার কুলিতে সোমবার অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। আগামী বিজয়া সম্মেলনীকে সফল করে তুলতে দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও প্রস্তুতি পর্যালোচনায় ব্যস্ত দেখা গেল তৃণমূল নেতৃত্বকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়ঞা উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুর্শেদ জজ সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব ও কর্মীরা।