তেহট্ট ২: পলাশীপাড়া থানার মহৎ উদ্যোগ, কলকাতা থেকে ২১ জন দুস্থ মানুষের চোখ অপারেশন করে বাড়ি ফেরানো হলো
দিন কয়েক আগেই পলাশীপাড়া থানার উদ্যোগে কলকাতার শংকর নেত্রালয়ের সহযোগিতায় পলাশীপাড়া থানায় একটি চক্ষু পরীক্ষা শিবির করা হয় সেই শিবিরে ১৩০ জন চক্ষু পরীক্ষা করার সেখান থেকে একুশ জন দুস্থ মানুষের চোখের অপারেশনের জন্য পলাশীপাড়া থানার উদ্যোগে গত ৩ নভেম্বর কলকাতায় পাঠানো হয়, অপারেশনের পর বুধবার কলকাতা থেকে বাসে করে ফিরিয়ে আনা হলো সেই রোগীদের। পুলিশের এই উদ্যোগে খুশি চিকিৎসা করানো ব্যক্তিরা জানালেন পলাশীপাড়া থানার ওসি সুমিত ঘোষ।