আলিপুরদুয়ার ২: রায়ডাক রামপুরে চোরাই বালু পাথর টানতে গিয়ে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের
ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে শামুকতলা থানার পুলিশ শনিবার বেলা দুটো নাগাদ। জানা গেছে শামুকতলা থানার রায়ডাক নদী থেকে চোরাই পথে বালু তুলে নিয়ে আসার পথে রায়ডাক রামপুর এলাকায় ট্রাক্টরের সামনে ছাগল পড়ে যায়। ছাগলকে বাঁচাতে গিয়ে চালকের পাশে দাঁড়িয়ে থাকা সুরজ খড়িয়া ওরফে দীপক পাকা রাস্তার উপর পড়ে যায়। এরপরই তারা বিষয়টি গোপন রেখে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে আসে।