ঘোড়া শহীদ যুবক সেবক সমিতি GYSS ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বর্ধমান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড ঘোড়া শহীদ ক্লাব প্রাঙ্গনে। রবিবার সন্ধ্যা ছটায় এলাকার ২০০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। মূলত বিশিষ্ট জনপ্রিয় ফুটবল খেলোয়াড় স্বর্গীয় সেখ ইসরার আহমেদ ওরফে বাবুদার স্মৃতির উদ্দেশ্যেই এই শীতবস্ত্র প্রদান বলে জানাগেছে। তিনি একসময় এই ক্লাবের হয়ে খেলেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি খেলাধুলা করেছেন বলে জানাগেছে