জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের তিস্তা চরে আয়োজিত হলো ঘুড়ি উৎসব
জলপাইগুড়ি শহরের তিস্তা চরে প্রতিবছরের মতো এবারও বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত হলো ঘুড়ি উৎসব। বুধবার বিকেলে জলপাইগুড়ি Kite Flying Association-এর উদ্যোগে আকাশ রঙিন ঘুড়িতে ভরে ওঠে। ছোট থেকে বড়, কচিকাঁচা থেকে প্রবীণ—সবাই মেতে ওঠে ঘুড়ি ওড়ানোর আনন্দে। রংবেরঙের শত শত ঘুড়ি উড়তে দেখে উপস্থিত মানুষজন মুগ্ধ হয়ে যায়। কেউ প্রতিযোগিতা করে ঘুড়ি কাটতে ব্যস্ত, আবার কেউ নিছক আনন্দের জন্য ঘুড়ি ওড়ায়। চারপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, ঢাক-ঢোলের শব্দ ও আনন্দধ্বনিতে মুখরিত হয়ে ও