বান্দোয়ান: মাংলা এলাকা থেকে বিশালাকার ময়াল উদ্ধার করল বনদফতর
বাড়ি থেকে বিশালাকার ময়াল উদ্ধার করল বনদফতর। শুক্রবার বান্দোয়ানের মাংলা এলাকার ঘটনা। বাড়িতে মুরগির আওয়াজ শুনে বাড়ির লোকজন গিয়ে দেখে একটি মুরগিকে জড়িয়ে রয়েছে সাপটি। বনদফতরে খবর দেওয়া হলে কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে। সন্ধ্যার পর সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে বনদফতর।