ইংরেজবাজার: কানি মোড়ে মৃত্যুর এক বছরের মধ্যেই এলাকার জন নেতা বলে পরিচিত বাবলা সরকারের মুর্তির উদ্বোধন
মৃত্যুর এক বছরের মধ্যেই এলাকার জন নেতা বলে পরিচিত বাবলা সরকারের মুর্তি বসানো হল। মঙ্গলবার ইংরেজ বাজার শহরের কানি মোরে বাবলা সরকারের মুর্তি উদ্বোধন করেন ইংরেজ বাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি। উপস্থিত ছিলেন বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার সহ কাউন্সিলর ও জেলা তৃনমূল নেতারা। চৈতালি জানায় বাবলা সরকারের মামলার শুনানি শুরু হয়ে গেছে। পুলিশ প্রশাসনের উপর তাঁর যথেষ্ট আস্থা আছে।