খয়রাশোল: বীরভূমে পুলিশের বড়সড় সাফল্য! বেআইনি কয়লা পাচার রুখে উদ্ধার ৯টি মোটরবাইক, গ্রেফতার ১, আটক ট্রাক্টরও
খয়রাশোল ও কাঁকড়তলা থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বেআইনি কয়লা উদ্ধার করা হয়েছে। মোট ৯টি কয়লা বোঝায় মোটরবাইক সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও শনিবার সকালে হজরতপুর এলাকা থেকে আরও দু'টি বেআইনি কয়লা বোঝায় ট্রাক্টর আটক করা হয়েছে কাঁকড়তলা থানার পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি মোটরবাইকে প্রায় চার কুইন্টাল করে কয়লা বোঝাই করা ছিল।