বর্ধমান ১: দিদিকে বলো'র ধাঁচে,এবার মানুষের সমস্যা সমাধান করতে ফোন নম্বর চালু করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস,কটাক্ষ BJP-র
ইতিমধ্যেই শহরে হোর্ডিং টাঙানো হয়েছে, 'এক ফোনে খোকন'। 8170999159 এই নম্বরে ফোন করলেই মিলবে বিধায়ককে। দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দিদিকে বলো' কর্মসূচি। নিয়মিত বহু পুরুষ মহিলা সেই নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ, সমস্যার কথা জানান। সেই সব সমস্যা দ্রুততার সঙ্গে মেটানোর উদ্যোগ নেওয়া হয়। এবার সেই ধাঁচে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকার জন্য উদ্যোগ নিলেন স্হানীয় বিধায়ক খোকন দাস। বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ড নিয়ে এই পরিষেবা