পাড়া: দেউলি পাহাড়গোড়া বিদ্যালয়ের চরম অব্যবস্থার প্রতিবাদে অভিভাবকদের ডেপুটেশন
Para, Purulia | Nov 7, 2025 পাড়া ব্লকের সাঁওতালডি থানার অন্তর্গত দেউলি পাহাড়গোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চরম অব্যবস্থার বিরুদ্ধে আজ অভিভাবক-অভিভাবিকা ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের পক্ষ থেকে এক প্রতিনিধি মূলক ডেপুটেশন দেওয়া হয়। অভিযোগ করা হয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে বিদ্যালয়টি চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, যার ফলে পড়ুয়াদের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান গেট অনেক দেরিতে খোলার কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয় সংলগ্ন সাঁওতালডি–পাহা